| রাত ১০:২৮ - শনিবার - ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৯ই রমজান, ১৪৪৪ হিজরি

মুক্তাগাছা তারাটি ইউনিয়ন জাপা’র আহ্বায়ক আজহারুলকে অব্যাহতি

মু্‌ক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ২০ মে ২০১৫, বুধবার,

মুক্তাগাছা উপজেলা জাতীয় পার্টি ৩নং তারাটি ইউনিয়নের আহ্বায়ক আজহারুল ইসলাম কে দায়িত্ব পালনকালে সম্পূর্ণ স্বেচ্ছাচারীভাবে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম এমনকি নিজেকে অনৈতিক কাজে জড়িয়ে ফেলার অভিযোগে তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও পার্টির সাংগঠনিক ক্ষতির কারণ দেখা দেয়ায় তাহাকে জাতীয় পার্টির ইউনিয়ন আহবায়ক থেকে অব্যাহতি দেয়া হয়। উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ আনিসুর রহমান অতুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। উপজেলার জাতীয় পার্টির সিনিয়র নেতৃবৃন্দদের সাথে আলোচনাক্রমে পার্টির বৃহত্তম স্বার্থে এ সিদ্ধান- গ্রহণ করা হয়। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী অত্র ইউনিয়নের জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম জোরদার ও দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বীরমুক্তিযোদ্ধা সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার জিন্নত আলী জিন্নাহ্‌কে জাতীয় পার্টির ৩নং তারাটি ইউনিয়ন শাখার আহবায়কের দায়িত্ব দেয়া হয়।

সর্বশেষ আপডেটঃ ৮:৪২ অপরাহ্ণ | মে ২০, ২০১৫