| বিকাল ৩:৩৮ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফুলবাড়ীয়ায় অল্পের জন্য রক্ষা পেল ২য় শ্রেণীর ছাত্র

 

ফুলবাড়িয়া ব্যুরো : ২০ মে ২০১৫, বুধবার,

মোটর সাইকেল ও রিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অল্পের জন্য মরণের হাত থেকে রক্ষা পেল ২য় শ্রেণীর ছাত্র অভিক।
ফুলবাড়িয়া সদরের হাসান মেমোরিয়াল স্কুলের ২য় শ্রেণীর ছাত্র অভিক সকাল শিফটের ক্লাস শেষে বাবা সুমন সরকারের সাথে গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে বাসা থেকে ২য় শিফটের ক্লাসে রিক্সাযোগে যাওয়ার পথে উপজেলা পরিষদের সামনে মোটর সাইকেল ও রিক্সা মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অভিক রিক্সা থেকে ছিটকে রাস-ায় না পড়ে মোটর সাইকেলের উপরে অলৌকিকভাবে বসে পড়ে। অজ্ঞাত রিক্সাচালক ও মোটর সাইকেল চালককে উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ বিধ্বস- মোটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে গেছে। আহত অভিককে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও বাবা সুমন বলেন অলৌকিকভাবে আমার সন-ান বেঁচে গেছে।

সর্বশেষ আপডেটঃ ৭:২৯ অপরাহ্ণ | মে ২০, ২০১৫