| রাত ৩:৪১ - বৃহস্পতিবার - ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে ধান কাটার রিপার যন্ত্রের প্রদশর্নী ও মাঠ দিবস অনুষ্ঠিত

 সাজ্জাতুল ইসলাম সাজ্জাত,(গৌরীপুর ময়মনসিংহ) সংবাদদাতা:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষি সম্প্রাসারণের উদ্যোগে কৃষকদের উদ্বুদ্ধ করতে ধান কাটার ‘রিপার যন্ত্র’ প্রদর্শিত ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ২ নম্বর গৌরীপুর ইউনিয়নের কোণাপাড়া ব্লকে এসিআই মটরস কোম্পানীর সৌজন্যে খামার যন্ত্রীকিকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্দি প্রকল্প ২য় পর্যায়ের আওতায় এই রিপার যন্ত্র প্রদর্শনি অনুষ্টিত হয়। এসময় কোণাপাড়া গ্রামে রিপার যন্ত্রের মাধ্যমে নিতাই চন্দ্র বিশ্বাসের ১০ শতাংশ জমির বোরো ব্রি-২৮ ধান কাটা হয়। ধান কাটা দেখতে এলাকার কয়েক শত উৎসুক নারী-পুরম্নষ ভিড় করেন। পরে কৃষক-কৃষাণীদের নিয়ে এই যন্ত্রের প্রয়োগ ও উপকারিতা বিষয়ে বিশত আলোচনা করা হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানে শ্যামল কর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান সিরাজ, ময়মনসিংহ খামারবাড়ির কৃষি প্রকৌশলী তাপস কুমার তালুকদার, এসিআই মটরসের টেরিটরি ম্যানেজার মো: ্‌আব্দুলস্নাহ তালুকদার, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, ফজলুল হক, ভোলানাথ, ইউপি সদস্য দুলাল মিয়া, কৃষক আ: রাশিদ প্রমুখ। এসময় কৃষি কর্মকর্তা শাহজাহান সিরাজ জানান, এই রিপার যন্ত্রের মাধ্যমে প্রতি ঘন্টায় ১,২ লিটার পেট্রোল পুড়িয়ে ( ১০০ টাকা থেকে ১১০ টাকার জ্বালানি খরচ) ৮০ শতক জমির ধান কাটা সম্ভব। এ যন্ত্রের দাম ১ লাখ ৬৫ হাজার টাকা। কিন্তু সরকার কৃষক সমিতির মাধ্যমে ভর্তুকি দিয়ে ১ লাখ ২০ হাজার্‌ টাকা দিয়ে এ যন্ত্র কৃষকদের ঘরে পৌছেঁ দেয়ার সুযোগ সৃষ্টি করেছেন।

সর্বশেষ আপডেটঃ ৫:১৯ অপরাহ্ণ | মে ২০, ২০১৫