| সন্ধ্যা ৭:২১ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কলেরার কেনিয়ায় ৬৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক,২০ মে ২০১৫, বুধবার:

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় কলেরায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৬৫ জন প্রাণ হারিয়েছেন। কেনিয়াজুড়ে বহু শিশু ও নারীসহ আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৩ হাজার ২৩৪ জন। আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়ে চলেছে  রাজধানী। নাইরোবিতে দেয়া এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য বিভাগের ক্যাবিনেট সেক্রেটারি জেমস মাচারিয়া জানিয়েছেন, গত এক সপ্তাহে আরও ৩২৬ জন কলেরায় আক্রান্ত হয়েছেন, যেখানে এর আগের সপ্তাহটিতে ২২৬ জন কলেরায় আক্রান্ত হয়েছিলেন। গত ১ সপ্তাহে ৬ জনের মৃত্যু হয়েছে। ২০১৪ সালের ২৬শে ডিসেম্বরে নাইরোবিতে প্রথম কলেরার জীবাণু ছড়াতে শুরু করে। পরে সংক্রমণ কেনিয়ার ৪৭টির মধ্যে ১১টি কাউন্টিতে দ্রুত ছড়িয়ে পড়ে। কলেরার ব্যাপারে জনসচেতনতা বাড়ানো, আক্রান্তদের চিকিৎসাসহ বিভিন্ন পর্যায়ে তদারকি জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে কেনিয়া সরকার।

সর্বশেষ আপডেটঃ ৪:৩২ অপরাহ্ণ | মে ২০, ২০১৫