| ভোর ৫:০১ - সোমবার - ২২শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১২ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মাহিদুর ও আফসারের আমৃত্যু কারাদণ্ড

স্টাফ রিপোর্টার | ২০ মে ২০১৫, বুধবার,

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যুনাল-২ এর বিচারক।  তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্মান্তরসহ তিনটি মানবতাবিরোধী অপরাধের দুটি প্রমাণিত হওয়ায় এ দ-াদেশ দেয়া হয়।  আজ সকাল সাড়ে ৮টার দিকে দুই আসামিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। সকাল ১০টার পর রায় ঘোষণা করেন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল। বিচারক প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহীনুর ইসলাম। ২০১৪ সালের ১৫ই সেপ্টেম্বর শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়ন থেকে মাহিদুর এবং বিনোদপুর থেকে আফসারকে গ্রেপ্তার করে পুলিশ। ওই বছর ১১ই ডিসেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে তাদের বিচার শুরু হয়।

সর্বশেষ আপডেটঃ ১২:৫৬ অপরাহ্ণ | মে ২০, ২০১৫