| সকাল ১১:৪৩ - রবিবার - ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৩রা রমজান, ১৪৪৪ হিজরি

নেত্রকোনায় নারীর মাথা থেতলে দিয়েছে মাদক ব্যবসায়ী

নেত্রকোনা প্রতিনিধি : জেলা শহরের পশ্চিম চকপাড়ায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় রোববার মানিক মিয়ার স্ত্রী জরিনা আক্তারের মাথা ইটের আঘাতে থেতলে দিয়েছে মাদক ব্যবসায়ী জহুরা বেগম ও তার লোকজন। আহত জরিনাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জরিনা আক্তার দৈনিক লোক লোকান্তরকে জানান, জেলা শহরের পশ্চিম চকপাড়ায় জহুরা বেগম দীর্ঘদিন ধরে এলাকায় কয়েকজন মিলে ইয়াবা, মদ, গাঁজা, ফেনসিডিলসহ মাদক ব্যবসা এবং অসামাজিক কাজ করে আসছিল। প্রতিবাদ করায় জহুরা বেগম ইট দিয়ে উপর্যুপরি আঘাত করে তার মাথা তেথলে দেয়। পরিবারের লোকজন ওই দিনই তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম মাছুদুল আলম জানান, এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি

সর্বশেষ আপডেটঃ ৭:৩৫ অপরাহ্ণ | মে ১৯, ২০১৫