নেত্রকোনায় বাদী এক মাসেও উদ্ধার হয়নি, মামলা

নেত্রকোনা প্রতিনিধি : জেলার কলমাকান্দার ক্ষুদ্র সিধলী গ্রামের মো. শামছুদ্দিনকে হত্যার চেষ্টা মামলার বাদী আবদুল হাই নিখোঁজ হওয়ার এক মাসেও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় তার বাবা মো. শামছুদ্দিন অপহরণ করে হত্যার অভিযোগ এনে মঙ্গলবার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। মামলার আসামীরা হচ্ছেন- একই গ্রামের ইলিয়াস, সাইফুল, ইসলাম উদ্দিন, রহমত আলী ও আলী উসমান। বিজ্ঞ বিচারক এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস’া গ্রহন করে ৭ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দেয়ার জন্য কলমাকান্দা থানার ওসিকে নির্দেশ দেন।
অভিযোগে জানা গেছে, জেলার কলমাকান্দার ক্ষুদ্র সিধলী গ্রামের মো. শামছুদ্দিনের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের আলী উসমানের জমি সংক্রান- বিরোধ চলছিল। এরই জের ধরে গত ৩১ মার্চ রাতে সিধলী বাজার থেকে বাড়ি ফেরার কয়েক দুর্বৃত্ত শামছুদ্দিনকে রামদা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় তার ছেলে আবদুল হাই প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে মামলা করেন। আসামীরা ক্ষিপ্ত হয়ে গত ১৯ এপ্রিল সিধলী বাজার থেকে বাড়ি ফেরার পথে আবদুল হাইকে অপহরণ করে নিয়ে যায় এবং হত্যার পর লাশ গুম করে ফেলে। পুলিশকে জানানোর এক মাস সময় পেরিয়ে গেলেও মঙ্গলবার পর্যন- নিখোঁজ বাদীর সন্ধ্যান দিতে পারেনি।