| ভোর ৫:০২ - সোমবার - ২২শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১২ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিএফআরআইতে নবনিযুক্ত বিজ্ঞানীদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

 

স্টাফ রিপোর্টার, ১৯ এপ্রিল, মঙ্গলবার,
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) নবনিযুক্ত বৈজ্ঞানিক কর্মকর্তাদের গবেষণা পদ্ধতি ও ব্যবস্থাপনা এবং অফিস ব্যবস্থাপনা বিষয়ে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ গত সোমবার সমাপ্ত হয়েছে। প্রশিক্ষণের সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষণে ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ জাহের, পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. ইয়াহিয়া মাহমুদ, মুখ্য ও প্রধান বেজ্ঞানিক কর্মকর্তাবন্দ ছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশেষজ্ঞগণ এবং ময়মনসিংহ জেলার বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণে সম্প্রতি ইনস্টিটিউটের বিভিন্ন কেন্দ্র-উপকেন্দ্রের নিয়োগ পাওয়া বৈজ্ঞানিক কর্মকর্তাসহ মোট ২০ জন বৈজ্ঞানিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে গবেষণার কাজের ধরণ, কর্মপন্থা, অফিস প্রশাসন ও অর্থ ব্যবস্থাপনা প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠানে ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. ইয়াহিয়া মাহমুদ বলেন, এ ধরণের প্রশিক্ষণ বিজ্ঞানীদের বিশেষ করে নবনিযুক্ত বৈজ্ঞানিক কর্মকর্তাদের জন্য খুবই অর্থবহ ও গুরম্নত্বপূর্ণ। তিনি বিজ্ঞানীদের দেশ-জাতির স্বার্থে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্য গবেষণার কাজে মনোনিবেশ করার আহবান জানান। ইনস্টিটিউটের সদর দপ্তর, ময়মনসিংহে ৪ দিনব্যাপী এ প্রশিক্ষণটি গত ১৫ মে শুরম্ন হয়ে গত সোমবার শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি:

সর্বশেষ আপডেটঃ ৭:০৫ অপরাহ্ণ | মে ১৯, ২০১৫