| রাত ১:২৯ - বৃহস্পতিবার - ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শেরপুরের শ্রীবরদীতে গাঁজা সহ গ্রেফতার-২

শ্রীবরদী সংবাদদাতাঃ  মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার ভোর সকালে শ্রীবরদী থানার এস.আই মনিরুল ইসলামের নেতৃত্বে এ.এস.আই মিল্টন মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী মাটিফাটা নামক এলাকায় অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজা সহ ২ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের কর্ণঝোড়া পশ্চিম বাজার এলাকার মৃত আবু সাঈদের স্ত্রী রোকেয়া বেগম (৪৫) ও একই এলাকার দেলোয়ার হোসেন দেলুর পুত্র দুলাল মিয়া (৩০)। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে এস.আই মনিরুল ইসলাম বাদী হয়ে শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে।

সর্বশেষ আপডেটঃ ৭:০৫ অপরাহ্ণ | মে ১৯, ২০১৫