| রাত ১১:৫৫ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কোহলিকে সতর্ক করল ভারত ক্রিকেট বোর্ড

অনলাইন ডেস্ক,১৯ মে ২০১৫, মঙ্গলবার:

খেলার মাঝ বিরতিতে বান্ধবী আনুশকা শর্মার সঙ্গে গল্প করায় বিরাট কোহলিকে সতর্ক করলো ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) রোববার চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে মাঠে নামে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালুরু। বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তে গেলেও শেষ চারে উঠেছে কোহলির ব্যাঙ্গালুরু। আর বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার সময় ঘটে এই ঘটনা। ভিআইপি বক্সে বসে ছিলেন কোহলির বান্ধবী অভিনেত্রী আনুশকা শর্মা। এমন একটা অবস্থায় নিজেকে সামলাতে পারেননি আরসিবি অধিনায়ক কোহলি। বৃষ্টির সময় ভিআইপি বক্সে আনুশকা শর্মার সঙ্গে গল্প করতে শুরু করে দেন তিনি। স্টেডিয়ামে ভিআইপি বক্স ও ড্রয়িংরুমের মধ্যে একটা কাঁচে ঘেরা জায়গা আছে। কোহলি সেখান থেকেই আনুশকার সঙ্গে গল্প করছিলেন। তার এই বিধি ভাঙার দায়ে বিরাট কোহলিকে সতর্ক করল বোর্ড। যদিও এই সতর্কতা লিখিত নয়, মৌখিকভাবে করা হয়েছে। তবে বোর্ড কর্তারা বুঝিয়ে দিয়েছেন, এভাবে খেলার মাঝে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলা উচিত হয়নি কোহলির। কোহলির এই বিষয়ে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডিন জোন্স। জোন্স বলেন, ‘ম্যাচ গড়াপেটার যুগে ক্রিকেটারদের অনেক সতর্ক থেকে খেলার সময় শুধু খেলা মনযোগ দেয়া উচিত।’

সর্বশেষ আপডেটঃ ৫:৪৬ অপরাহ্ণ | মে ১৯, ২০১৫