| রাত ১:১৩ - বৃহস্পতিবার - ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বলিউড ছাড়ার ইঙ্গিত আনুশকার

অনলাইন ডেস্ক,১৯ মে ২০১৫, মঙ্গলবার:

গত বছর আনুশকা শর্মা অভিনীত ‘পিকে’ ছবিটি বক্স অফিসে ব্যাপক হিট করে। এ বছর দুই মাসের ব্যবধানে মুক্তি পেয়েছে তার অভিনীত দুটি ছবি ‘এনএইচ১০’  ও  ‘বোম্বে ভেলভেট’। এ দুই ছবিতেও তার অভিনয় দারুণ সাড়া ফেলে দর্শকমহলে। সব মিলিয়ে আনুশকা শর্মা দূর্দান্ত সময় পার করছেন বলিউডে। অথচ তিনিই অন্যরকম এক ইঙ্গিত দিলেন সম্প্রতি ! বলিউড  ছেড়ে দেয়া বিষয়ক তার সে ইঙ্গিতে তূমুল আলোচনা চলছে। ‘আমি কোথাও খুব বেশি সময় ধরে নিজেকে দেখতে পারি না। এমনকি আগামী বছরই বলিউড ছেড়ে দিতে পারি আমি।’ সম্প্রতি জুম টিভি চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে এভাবেই বলিউড ছেড়ে দেয়ার ইঙ্গিত দেন আনুশকা শর্মা। তিনি আরও বলেন, ‘পরিবার ছাড়া অন্য কোনো কিছুর সঙ্গে আমি খুব বেশি জড়াই না। তবে এই মুহূর্তে আমি আমার কাজের সঙ্গে জড়িয়ে আছি। কারণ কাজটাকে উপভোগ করছি আমি। যতদিন ভাল লাগবে ততদিন কাজ চালিয়ে যাব। ভাল লাগা ফুরিয়ে গেলে তা থামিয়ে দেব।

সর্বশেষ আপডেটঃ ৫:৪২ অপরাহ্ণ | মে ১৯, ২০১৫