| সকাল ১০:৩৬ - সোমবার - ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি

আদালতে হাজিরা দিলেন ইংলাক

অনলাইন ডেস্ক,১৯ মে ২০১৫, মঙ্গলবার:

রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দায়িত্বে অবহেলার অভিযোগে আদালতে হাজিরা দিয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা।

মঙ্গলবার (১৯ মে) দেশটির রাজধানী ব্যাংককের একটি আদালতে হাজির হন তিনি।

তার বিরুদ্ধে নানা প্রকল্পের নামে বিতর্কিত সিদ্ধান্তের অভিযোগ রয়েছে। যা প্রমাণিত হলে অন্তত ১০ বছর জেল খাটতে হতে পারে ইংলাককে। এ অভিযোগে তাকে আগামী ২১ জুলাই আবারও হাজিরার সময় নির্ধারণ করেছেন আদালত।

তবে ইংলাক সিনাওয়াত্রা জানিয়েছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক। তবে তিনি আদালতে হাজিরা চালিয়ে যাবেন।

এর আগে ২০১৪ সালে ক্ষমতায় এলেও তিনি বিতর্কিত নানা কারণে টিকতে পারেননি।

সর্বশেষ আপডেটঃ ৫:২৮ অপরাহ্ণ | মে ১৯, ২০১৫