| রাত ১:৩৯ - শনিবার - ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

‘বন্ধু তোমার জন্য’

অনলাইন ডেস্ক,১৯ মে ২০১৫, মঙ্গলবার:

শুভ্র (মিশু) ও সুমি (মেহজাবিন) খুব ভালো বন্ধু। এক কথায় শুভ্রকে ছাড়া সুমির একদিনও কাটে না। কিন্তু সুমির বিয়ে আগে থেকে ঠিকঠাক থাকে এবং শ‍ুভ্র এক সময় ক্যান্সারে আক্রান্ত হয়। এরপর ঘটে নানা ঘটনা। এমনই একটি গল্প নিয়ে রাজধানী ঢাকার উত্তরার বিভিন্ন জায়গায় দৃশ্যধারন হয়েছে। নাম ‘বন্ধু তোমার জন্য’। সাদিয়া আফরিনের রচনায় এটি পরিচালনা করেছেন ফরিদউদ্দিন মোহাম্মদ।

নাটকে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির ও মেহজাবিন। নাটকটিতে একটি শিশুর চরিত্রে অভিনয় করেছেন শুভ্রা।

এর আগেও বেশকিছু নাটকে ‍অভিনয় করেছেন মিশু সাব্বির ও মেহজাবিন। এ প্রসঙ্গে মিশু সাব্বির  বলেন, ‘মেহজাবিনের সঙ্গে কাজ করতে সবসময় ভালো লাগে। কারণ, কাজে পারদর্শীতার বাইরেও অনেক সহযোগিতাপূর্ণ আচারণ তার। আশা করি, এ নাটকটিও দর্শকরা পছন্দ করবেন।’

 

 

সর্বশেষ আপডেটঃ ৫:১৫ অপরাহ্ণ | মে ১৯, ২০১৫