| রাত ৮:৩২ - শনিবার - ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৩রা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আইসিসি আম্পায়ার পাঠাবে না পাকিস্তানে

অনলাইন ডেস্ক,১৯ মে ২০১৫, মঙ্গলবার:

অনেক জল ঘোলা করে পাকিস্তান সফর নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। ২২ থেকে ৩১ মে’র মধ্যে সফরকারীরা পাকিস্তানের বিপক্ষে দুই টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে খেলবে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড পড়েছে নতুন সমস্যায়। নিরাপত্তাজনিত কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পাকিস্তানে আম্পয়ার পাঠাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। পাকিস্তানকে স্থানীয় আম্পায়ার দিয়ে এই সিরিজ পরিচালনা করতে বলেছে আইসিসি। জিম্বাবুয়ে সফর নিশ্চিত ও  কড়া নিরাপত্তার প্রতিশ্রুতি দেয়ার পর এক সময় পাকিস্তানে আম্পয়ার পাঠাতে রাজি হয়েছিল আইসিসি। কিন্তু গত বুধবার সবকিছু উল্টে-পাল্টে দিয়েছে। পাকিস্তানের করাচি বাসে সন্ত্রাসী হামলায় ৪৩জন নিহত হয়েছেন। এতে আম্পায়ারদের নিরাপত্তা নিয়ে শাঙ্কিত আইসিসি। তাই তারা এখন আম্পায়ার পাঠাতে নারাজ। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে সন্ত্রাসী হামলা হওয়ার পর জিম্বাবুয়ে প্রথম কোন আন্তর্জাতিক দল হিসেবে পাকিস্তান সফর করছে।

সর্বশেষ আপডেটঃ ১:০৩ অপরাহ্ণ | মে ১৯, ২০১৫