| বিকাল ৩:৫৭ - বৃহস্পতিবার - ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

শিলংয়ে স্বামীর পাশে হাসিনা আহমেদ

বিশেষ প্রতিনিধি, শিলং (ভারত) থেকে | ১৮ মে ২০১৫, সোমবার,

দীর্ঘ প্রায় আড়াই মাস পর  স্বামী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করলেন তার স্ত্রী ও সাবেক এমপি হাসিনা আহমেদ। সোমবার রাত সোয়া ৮টার দিকে শিলংয়ের সিভিল হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন ছোট বোনের স্বামী মাহবুবুল কবির ও বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি। নিখোঁজের দীর্ঘ দুই মাস পর  গত ১২ই মে ভারতের শিলংয়ে হাত-পা বেঁধে ছেড়ে দেয় অপহরণকারীরা। কিন্তু ভারতের ভিসা না পাওয়ার কারণে তিনি স্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। গত রোববার বিকালে ভিসা পেয়ে রাতেই ঢাকা ছাড়েন হাসিনা আহমেদ। ওই দিন রাত ৯টা ৫০ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের কলকাতার উদ্দেশে রওনা দেন। এরপর বেলা ১২টার জেট এয়ারওয়েজের ফ্লাইটে তিনি গোহাটি আসেন। সেখান থেকে বাইরোডে শিলং এসে পোঁছান। বিকাল নাগাদ তিনি শিলং এসে পৌছান। শিলং এসে স্বামীর সঙ্গে দেখা করতে এসপি’র অনুমতি নেন।

সর্বশেষ আপডেটঃ ৯:০৬ অপরাহ্ণ | মে ১৮, ২০১৫