| রাত ৩:১৮ - শনিবার - ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সাধারণ মানুষকে সেবা প্রদানের আহবান আনসার ভিডিপি সদস্যদের–এএকএম মিজানুর রহমান

 

এএইচএম মোতালেব ঃ১৮ মে ২০১৫, সোমবার: 

বাংলাদেশ আনসার ভিডিপি উপ-মহাপরিচালক একেএম মিজানুর রহমান বলেছেন, নিষ্ঠার সাথে কর্তব্যপালনের মধ্যে দিয়ে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। তিনি বলেন, দেশে সবচেয়ে বড় সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে বাংলাদেশ আনসার ভিডিপি বাহিনী। এ বাহিনীর প্রতিটি সদস্যই একনিষ্ঠ কর্মী। জাতীয়, সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ রেলপথ, সড়কপথ ও নৌপথে যথারীতি দায়িত্ব পালন করে সফলতা অর্জন করেছে। তিনি সকলকে একযোগে সাধারণ মানুষের পাশে দাড়িয়ে সেবা প্রদানের আহবান জানিয়েছেন।

ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী এর সভাপতিত্বে অনুষ্ঠিত আনসার ভিডিপি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপ-মহাপরিচালক একেএম মিজানুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা রেঞ্জ পরিচালক মাহবুবুল ইসলাম, জেলা মৎস কর্মকর্তা সুরেশ চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আবু আহমেদ আল মামুন, স্বাগত বক্তব্য রাখেন জেলা কমান্ডেন্ট আনসার ভিডিপি জিয়াউল হাসান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লেবু মিয়া, নুরুল ইসলাম বাদল প্রমূখ। সমাবেশ শেষে প্রধান অতিথি কর্তৃক আনসার ভিডিপি সদস্যদের বিশেষ অবদান রাখার জন্য নগদ অর্থ, সেলাই মেশিন, বাইসাইকেল, ছাতা প্রদান করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৮:১৫ অপরাহ্ণ | মে ১৮, ২০১৫