| রাত ৪:১৬ - শনিবার - ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ২রা রমজান, ১৪৪৪ হিজরি

শিশু শাহ পরানকে বাঁচাতে সাহায্যের প্রয়োজন

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :১৮ মে ২০১৫, সোমবার: 
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ধনকুড়া গ্রামের নয়ন মিয়ার শিশুপুত্র শাহ পরান (৭) জন্মের পর থেকে হৃৎপিন্ডে ছিদ্র দেখা দেয়। এতে মিশু পরান দিনেরপর দিন দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালের দ্বিতীয় তলায় ওয়ার্ড নং-০২ বেড নং-স্পেন -১৩ এ ভর্তি আছে।
তার চিকিৎসক ডা: কাজী আবুল হাসান জানান, মিশুটিকে বাঁচাতে দ্রুত অপারেশন প্রয়োজন। এজন্য তার প্রায় ৫লক্ষ টাকার প্রয়োজন। তার পিতা নয়ন মিয়া একজন রাজমিস্ত্রি। সহায় সম্বল বলতে তার কিছুই নেই। বসত ভিটার কিছু অংশ বিক্রি করে ছেলের চিকিৎসার জন্য কিছু টাকা জোগার করেছেন। বাকী টাকা কিভাবে জোগার হবে এই চিন্তায় তার মাথা ভারি হয়ে উঠছে। শিশুটিকে বাঁচাতে সমাজের বিত্তবানসহ দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: ০১৭১২৩৪৯৫৩৩ (বিকাশ)।

সর্বশেষ আপডেটঃ ৮:০২ অপরাহ্ণ | মে ১৮, ২০১৫