বাজিতপুরে খড় মাড়াই করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত-৬

বাজিতপুর সংবাদদাতা ঃ , ১৮ মে ২০১৫, সোমবার,
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের জৈনতপুর গ্রামে গত রবিবার সন্ধ্যার দিকে ছোট বাচ্চাদের খড়মাড়াইকে কেন্দ্র করে পিন্টু মিয়ার নির্দেশে মজিবুর মিয়া, শামসুদ্দিন, জিলস্নু মিয়া সহ ২-৩ কবির মিয়ার বাড়ীর সামনে অর্তকিত ভাবে হামলা চালালে মহিলা সহ ৬ জন আহত হয়। আহতদের মধ্যে কবির মিয়া (২৫), সুনাম উদ্দিন (৬০), লতিফ মিয়া (২০), কালু মিয়া (২০), সাহেরা খাতুন (২২), আনোয়ারা বেগম (২৫)। এদের মধ্যে সুনাম উদ্দিন (৬০) কে ভাগলপুর জহুরম্নল ইসলাম কলেজ হাসপাতাল ও কবির মিয়া, কালু মিয়া, লতিফ মিয়াকে বাজিতপুর সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিপক্ষ পিন্টু মিয়া জানান, এই ঘটনায় উভয়পক্ষের লোকজন মারধরের স্বীকার হয়। এই ব্যাপ্যারে ফিরোজ মিয়া বাদী হয়ে গত কাল সোমবার সকালে বাজিতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। বাজিতপুর থানার ও.সি সুব্রত কুমার সাহা জানান, অভিযোগ পেয়েছি, আইনানুগ ভাবে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।