| সকাল ৮:৫২ - মঙ্গলবার - ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১০ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে বাবা ও ছেলের জেল জরিমানা

নেত্রকোনা প্রতিনিধি :, ১৮ মে ২০১৫, সোমবার: 

জেলার মোহগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে বাবা ছেলেসহ তিনজনকে জেল ও জরিমানা প্রদান করা হয়েছে। দন্ড প্রাপ্তরা হচ্ছেন- মোহনগঞ্জ কলেজ রোডের রেনু পাঠানকে এক বছর কারাদন্ড, ছেলে অঙ্গন খান পাঠানকে ১০ হাজার টাকা জরিমানা ও আতিকুর রহমান রোমানকে এক বছরের কারাদন্ড দেয়া হয়েছে। মোহনগঞ্জ ইউএনও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক সোমবার দুপুরে এই দন্ড দেন।
জানা গেছে, মোহনগঞ্জের স্টেশন রোডে রেনু পাঠান নিজের গেষ্ট হাউজে দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও ব্যবসা করে আসছিলেন। তার এই ব্যবসার সাথে তার ছেলে অঙ্গন খান পাঠানও জড়িয়ে পড়ে। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মোহনগঞ্জ ইউএনও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক ওই হোটেলে অভিযান চালিয়ে রেনু খা ও আতিকুর রহমানকে এক বছর করে কারাদন্ড ও শাহীন খান পাঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

সর্বশেষ আপডেটঃ ৭:২১ অপরাহ্ণ | মে ১৮, ২০১৫