| দুপুর ১২:২২ - সোমবার - ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি

কিশোরগঞ্জের বিএনপির সাবেক এমপি মঞ্জু’র ইন্তেকাল

কিশোরগঞ্জ ও বাজিতপুর   প্রতিনিধি,, ১৮ মে ২০১৫, সোমবার:
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহবায়ক মুজিবুর রহমান মঞ্জু ইত্মেকাল করেছেন (ইন্নালিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার সকালে ঢাকা থেকে ফেরার পথে বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করায় তাঁকে বাজিতপুর ভাগলপুর জহুরম্নল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে সকাল সাড়ে ১১টায় চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন শারীরিক অসুখে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সুত্রে জানা গেছে, মরহুমের নামাজে জানাযা আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় বাজিতপুর ডাক বাংলো মাঠে অনুষ্ঠিত হবে এবং পরে শাহপুর গ্রামের নিজ বাড়িতে পারিবারিক গোরস’ানে দাফন সম্পন্ন হবে। তাঁর লাশ ভাগলপুর জহুরম্নল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হবে।
মুজিবুর রহমান মঞ্জু ১৯৯৬ ও ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে জয়লাভ করেন। ২০০১ সালে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিলস্নুর রহমানকে ৮ হাজার ভোটে পরাজিত করে তিনি এমপি নির্বাচিত হন। তাঁর মৃত্যু সংবাদে বাজিতপুরসহ কিশোরগঞ্জে শোকের ছায়া নেমে আসে।

সর্বশেষ আপডেটঃ ৭:১৬ অপরাহ্ণ | মে ১৮, ২০১৫