| সকাল ৯:২৫ - সোমবার - ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি

মুক্তাগাছায় হাঁস নিয়ে ঝগড়ায় গৃহবধূকে পিটিয়ে জখম

মুক্তাগাছা  প্রতিনিধি: মুক্তাগাছার বাদে মাঝিরা গ্রামে হাঁসের বাচ্চা নিয়ে ঝগড়ার জের ধরে মোছাঃ তাসলিমা খাতুন (২৬) নামের এক গৃহবধূকে পিটিয়ে গুরুতর জখম করেছে পরশী বাড়ীর লোকজন। জানা যায়, গত শনিবার সকাল ১০টায় বাদে মাঝিরা গ্রামের রিক্সাভ্যান চালক রোমান হোসেন রিক্সা নিয়ে বাড়ী থেকে বের হয়ে যাওয়ার পর পরশী বাড়ীর শরিফুলের সাথে তাসলিমা খাতুনের হাঁসের বাচ্চা নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে শরিফুল ইসলাম, তার মা সুন্দরী বেগম ও তার পিতা হোসেন আলী তাসলিমার উপর চড়াও হয়ে লাঠি দিয়ে পিটিয়ে তাকে গুরুতর জখম করে। এক পর্যায়ে তাসলিমা জ্ঞান হারিয়ে ফেলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মুক্তাগাছা হাসপাতালে ভর্তি করে। তাসলিমা জানায়, শরিফুল গংরা এলাকায় খুব প্রভাবশালী তাদের ভয়ে কেউ মুখ খোলে কথা বলতে সাহস পায় না। তাসলিমা তার ওপর অন্যায় হামলার বিচার দাবী করেছে।

 

সর্বশেষ আপডেটঃ ৮:১২ অপরাহ্ণ | মে ১৮, ২০১৫