হত্যা মামলার রায় নেত্রকোনায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড
নেত্রকোনা প্রতিনিধি : ১৮ মে ২০১৫, সোমবার:
নেত্রকোনার বারহাট্টা উপজেলার কেওয়ারাশি গ্রামের কৃষক দুলাল উদ্দিন মন্ডলকে হত্যার দায়ে তিন পলাতক আসামীর যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, প্রতেক্ষকে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ড দেয়া হয়েছে। সাজাপ্রাপ্তরা হচ্ছেন- একই গ্রামের হাবিবুর রহমান, জেলার কলমাকান্দার সারাকোনা গ্রামের আলাল ও হাবিবুর রহমান ওরফে হাইব্যা। নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ আজ সোমবার দুপুরে এ রায় দেন। একই আদালত বারহাট্টার কাউরাট গ্রামের মানিক মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমানীত না হওয়ায় মামলার দায় থেকে খালাস প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, বারহাট্টার কেওয়ারাশি গ্রামের হাবিবুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের দুলাল উদ্দিন মন্ডলের গ্রাম্য বিরোধ চলছিল। এরই জের ধরে গত ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর রাতে দুলাল উদ্দিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গ্রামের সলি নদীর উত্তর তীরে নিয়ে ধারালো অশ্রের আঘাতে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই মো. জালাল উদ্দিন মন্ডল পরদিন হাবিবুর রহমানসহ চারজনের বিরুদ্ধে বারহাট্টা থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ২০০৬ সালের ১৮ ফেব্রুয়ারী আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করে। বিজ্ঞ বিচারক তিনজনের বিরুযদ্ধে অভিযোগ প্রমানীত হওয়ায় এ রায় প্রদান করেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল আলম প্রদীপ আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আনিসুর রহমান ও অ্যাডভোকেট পূরবী কুন্ডু।