| বিকাল ৪:১৫ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

শারাপোভার ইতালিয়ান ওপেনে শিরোপা জয়

অনলাইন ডেস্ক, ১৮ মে ২০১৫, সোমবার:

ইতালিয়ান ওপেনে শ্বাসরুদ্ধকর ফাইনালে ঘাম ঝরিয়ে শিরোপা জিতলে মারিয়া শারাপোভা। গতকালের ফাইনালে তিনি স্পানিয়ার্ড টেনিস তারকা কার্লা সুয়ারেজ নাভারোকে হারিয়েছেন ৪-৬, ৭-৫, ৬-১ গেমে। প্রায় আড়াই ঘণ্টা টানটান উত্তেজনাময় ফাইনাল জিতে ক্যারিয়ারের ৩৫তম শিরোপা নিশ্চিত করেন রাশিয়ার টেনিস সুন্দরী ২৮ বছর বয়সী শারাপোভা। এই শিরোপা জয়ের টেনিস র‌্যাঙ্কিংয়ের তৃতীয় থেকে আগামী মওসুমে দ্বিতীয় স্থানে উঠবেন তিনি। এতে ফ্রেঞ্চ ওপেনের আগে নিজেকে মানসিকভাবে আরও এগিয়ে নিলেন শারাপোভা। আগামী শনিবার শুরু হবে বছরের দ্বিঈয় গ্রান্ড সøামের এ আসর। ইতালিয়ান ওপেনের মাঝামঝিতে ইনজুরির কারণে ছিটকে পড়েন এক নম্বর তারকা সেরেনা উইলিয়ামস। এই সুযোগে রোম ওপেন নামে পরিচিত ইতালিয়ান ওপেনে নিজের তৃতীয় শিরোপা জিতলেন শারাপোভা। তিনি এর আগে ২০১১ ও ২০১২ সালে টানা দুইবার শিরোপা জেতেন তিনি। কিন্তু এরপর দুই বছর এ শিরোপা ছিল সেরেনা উইলিয়ামসের দখলে। র‌্যাঙ্কিংয়ের ১০ নম্বর তারকা কার্লা সুয়ারেজ গতকাল ক্যারিয়ারের দ্বিতয়ি শিরোপা লক্ষ্যে শারাপোভার বিপক্ষে কোর্টে নামে। আর প্রথম সেটেই তিন নম্বর তারকা শারাপোভাকে ৪-৬ গেমে হারিয়ে চমকে দেন তিনি। কিন্তু দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান শারাপোভা। ৩-১ গেমে এগিয়ে যান তারা। কিন্তু এরপর উল্টো ঝাকুনি দেন কার্লা সুয়ারেজ। ৫-৫ সমতায় ফেরান তিনি। কিন্তু আসল পরীক্ষাটা শুরু হয় তখন থেকে। শক্ত স্নায়ু ও অফুরন্ত প্রাণশক্তি দেখাতে শুরু করেন তিনি। শেষ পর্যন্ত দ্বিতীয় সেট জেতেন ৭-৫ গেমে। আর তৃতীয় সেটে কার্লা সুয়ারেজকে পাত্তায় দেননি শারাপোভা। ৬-১ গেমে জিতে আড়াই ঘণ্টার লড়াই শেষ করেন তিনি।

সর্বশেষ আপডেটঃ ৪:৪৯ অপরাহ্ণ | মে ১৮, ২০১৫