সৌভাগ্যবতী শ্রদ্ধা

অনলাইন ডেস্ক, ১৮ মে ২০১৫, সোমবার:
খুব শিগগিরই বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ‘রক অন’ ছবির সিক্যুয়েলে অভিনয় করবেন। আর এই কারণে তিনি অনেক আনন্দিত। কারণ এই ছবিতে তিনি নিজে গান গাইবেন। আর এই সুযোগটি পেয়ে তিনি নিজেকে সৌভাগ্যবতী মনে করছেন।
এই ছবি সম্পর্কে তিনি জানান, ‘রক অন টু’ ছবিটি নিয়ে আমি অনেক উত্তেজিত। আমি এই ছবিতে একজন মিউজিশিয়ানের চরিত্রে অভিনয় করবো এবং এই ছবিতে আমার কন্ঠে থাকবে একটি গান।
২৬ বছর বয়সী এই অভিনেত্রী আরও জানান, ‘রক অন’ ছবিটি যখন মুক্তি পেয়েছিলো তখন থেকেই আমি চেয়েছিলাম ‘রক অন’এর সিক্যুয়েলে অভিনয় করার জন্য।
শ্রদ্ধা এখন ব্যস্ত সময় পার করছেন তার নতুন ছবি ‘এবিসিডি টু’ এর প্রচারণা নিয়ে। এতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। এটি মুক্তি পাবে আগামী ১৯ জুন।