| সকাল ৬:৪৬ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন শাকিব খান

অনলাইন ডেস্ক, ১৮ মে ২০১৫, সোমবার:

ঢাকা চলচ্চিত্রের সুপারস্টার এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খান অসুস্থ। বর্তমানে বাসায় বিশ্রামে আছেন তিনি। তবে উন্নত চিকিৎসার জন্য দু-একদিনের মধ্যেই তিনি সিঙ্গাপুরে যাবেন বলে জানা গেছে। এরই মধ্যে ল্যাব এইড হাসপাতালে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে তার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। ল্যাব এইডের চিকিৎসক ডা. সলিমুর রহমানের তত্ত্বাবধানে শাকিব খানের চিকিৎসা চলছে। তিনি সিঙ্গাপুরে যাচ্ছেন এটা নিশ্চিত। আর এর জন্য আগেভাগেই সময় ঠিক করে রেখেছিলেন। কিন্তু দুদিন আগে হঠাৎ অসুস্থবোধ করলে তিনি চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন। ফলে বাতিল হয়ে গেছে শাহিন সুমন পরিচালিত
‘লাভ ম্যারেজ’ ছবির ডাবিং। শাকিব খানের অসুস্থতা প্রসঙ্গে খোঁজ নেয়ার জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান, পরিচালক সাফিউদ্দিন সাফি, শাহিন সুমন ও প্রযোজক ইকবাল হোসেন জয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, তিনি কিছুটা অসুস্থ। বাসায় বিশ্রামে আছেন। ভিসা পাওয়া মাত্রই সিঙ্গাপুরে যাবেন। তবে শাকিব খানের অসুস্থতা গুরুতর কিছু না। এ নিয়ে চলচ্চিত্র শিল্পসহ তার ভক্তদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।

সর্বশেষ আপডেটঃ ১২:০৮ অপরাহ্ণ | মে ১৮, ২০১৫