| সকাল ৯:২৩ - মঙ্গলবার - ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

দেশের হয়ে ভালো ক্রিকেট খেলার স্বপ্নে বিভোর কাপালি

লোক লোকান্তর ডেক্সঃ   জাতীয় দলের হয়ে এক সময় দুর্দান্ত ক্রিকেট খেলতেন অলক কাপালি। ব্যাটে ও বলে বেশ ভালোই খেলতেন তিনি। কিন্তু নিজেকে জাতীয় দলে ধরে রাখতে পারেননি তিনি। একটা সময় ঝড়ে পড়েন কাপালি। তবে প্রথম শ্রেনীর ক্রিকেটে খুবই ভালো পারফর্ম করেছেন তিনি। তার পারফর্ম ঈর্ষান্বিত হওয়ার মতই।
বিশ্বকাপ ও বিভিন্ন সিরিজে দলে ডাক না পাওয়ায় মনের আগুন হয়তো ব্যাটের মাধ্যমেই ঝেড়েছেন তিনি। ঘরোয়া লিগে ভালো খেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের মন ছুঁইতে পেরেছেন কিনা বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।
অলক নিজেই বলেছেন, জাতীয় দলের সবাই এখন ভালো ক্রিকেট খেলছে। এমন সময়ে দলে সুযোগ করে নেয়াটা কঠিন। তবে ডাক না পেলেও লড়াই চালিয়ে যেতে চান কাপালি। প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বশেষ ছয় ম্যাচের মধ্যে দুটিতেই করেছেন ডাবল সেঞ্চুরি। এ ছাড়া রয়েছে ১৭৫ রানের ইনিংস। এবারের জাতীয় লীগে গড় ছিল ৮৩.১১, বাংলাদেশ ক্রিকেট লীগে ১১১।
এমন পারফর্ম এ গর্ববোধ করছেন না জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামা এ ক্রিকেটার। দেশের হয়ে ভালো ক্রিকেট খেলার স্বপ্নে বিভোর তিনি।

সর্বশেষ আপডেটঃ ১২:৩৩ পূর্বাহ্ণ | মে ১৮, ২০১৫