| রাত ১২:৫১ - শুক্রবার - ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সালাহ উদ্দিনকে দেশে আসতে দেওয়া উচিত: রওশন

অনলাইন ডেস্ক,১৭ মে ২০১৫, রবিবার:
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে দেশে আসতে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। আজ  রোববার বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মনত্মব্য করেন তিনি। মতবিনিময়কালে রওশন বলেন, ‘ঘটনা যাই হোক না কেন সালাহ উদ্দিনকে জীবিত পাওয়া গেছে। তাকে আসতে দেওয়া উচিত। উনি দেশে ফিরলে আসল তথ্য মিলবে।’  এ সময় সমপ্রতি অনুষ্ঠিত তিন সিটি নির্বাচনসহ নানা বিষয়ে কথা বলেন জাতীয় পার্টির এ প্রেসিডিয়াম সদস্য।
সিটি নির্বাচন বিষয়ে তিনি বলেন, ‘এত বড় একটা নির্বাচন হলো বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া কোনো খুনোখুনি হয়নি। সে হিসেবে বলতে হয় নির্বাচন ভালোই হয়েছে।’
তিন সিটি নির্বাচনেই জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা জামানত হারিয়েছেন। জাতীয় পাটির্র জনপ্রিয়তা তলানিতে থাকার কারণে এমন হয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনের আগে আমরা ঠিকমতো প্রচারণা চালাতে পারিনি। তাই এমন হয়েছে।’
কেন প্রচারণা চালাতে পারেননি, এতে সরকার বা সরকারি দল বাধা দিয়েছিল কি-না এমন প্রশ্নের জবাবে রওশন বলেন, ‘সরকার বাধা দেয়নি। তবে সাংগঠনিক নানা ব্যস্ততার কারণে আমরা ঠিকমতো প্রচার চালাতে পারিনি।’
পহেলা বৈশাখে যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের শানাক্তকরণে পুলিশের চেষ্টার ত্রম্নটি নেই দাবি করে তিনি বলেন, ‘নারী নিপীড়কদের শনাক্তকরণে পুলিশের চেষ্টার ত্রম্নটি নেই। ১৬ কোটি মানুষের দেশে মাত্র দুই আড়াই লাখ পুলিশ। সব কাজ তো তাদের পক্ষে সম্ভব না। এটাও বুঝতে হবে।’
ভারতের পার্লামেন্টে স্থলসীমানত্ম চুক্তির অনুমোদন বিষয়ে তিনি বলেন, ‘এর চেয়ে ভালো আর কোনো চুক্তি হতে পারে না। বাংলাদেশ এ চুক্তিতে অনেক লাভবান হবে।’এফএনএস:

সর্বশেষ আপডেটঃ ৮:৪৮ অপরাহ্ণ | মে ১৭, ২০১৫