| সন্ধ্যা ৬:৫৫ - বৃহস্পতিবার - ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

দক্ষিণের উন্নয়নে ধনী দেশের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক,১৭ মে ২০১৫, রবিবার:

দক্ষিণের দেশগুলোর ব্যবসা বা খাদ্য নিরাপত্তাসহ সার্বিক উন্নয়নে বিশ্বের ধনী ও উন্নত দেশগুলোর সহযোগিতা কামনা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘২০১৫-পরবর্তী উন্নয়ন এজেন্ডায় দক্ষিণ-দক্ষিণ ও ত্রিমুখী সহযোগিতা, দক্ষিণের উন্নয়নে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তর’ শীর্ষক দুদিনের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এ প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘সম্পদের সীমাবদ্ধতা, অপর্যাপ্ত অবকাঠামো সুবিধা, দুর্বল আর্থিক ব্যবস্থাপনা, অকার্যকর আইন ও নিয়ন্ত্রণ কাঠামো এবং অভ্যন্তরীণ বিরোধের মতো সমস্যার কারণে দক্ষিণের দেশগুলোর পক্ষে এককভাবে এসব ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করা সম্ভব হচ্ছে না। উত্তরের সহযোগিতা এসব বাধার অধিকাংশই দূর করতে পারে।’

এ সময় এশিয়া ও আফ্রিকার দেশগুলোর মধ্যে অংশীদারিত্ব আরো জোরদারের তাগিদ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘গবেষণা ও উন্নয়নের জন্য দক্ষিণের বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত সেন্টার অব এক্সিলেন্স দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার  গুণগত সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

সর্বশেষ আপডেটঃ ৬:৫৫ অপরাহ্ণ | মে ১৭, ২০১৫