| রাত ২:১৩ - শনিবার - ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কাবুল বিমানবন্দরের কাছে হামলা, নিহত ৩

অনলাইন ডেস্ক,১৭ মে ২০১৫, রবিবার:

আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা কমপক্ষে ২০। জঙ্গি গোষ্ঠী তালেবান হামলার দায় স্বীকার করেছে। বিবিসির খবরে বলা হয়, যেখানে হামলা চালানো হয়েছে তার কাছেই থাকে সামরিক যানবাহন। আর এ হামলার টার্গেট ছিল ইউরোপিয়ান পুলিশ ট্রেনিং মিশনের একটি গাড়ি। ওই গাড়ির ভেতরে থাকা এক ব্যক্তি ও দুই আফগান তরুনি নিহত হয়। এ সপ্তাহের ব্যবধানে এটা দ্বিতীয় বড় হামলা। এর আগে কাবুলের একটি হোটেলে তালেবান বন্দুকধারীদের হামলায় ১৪ জনের প্রাণহানী হয়। তাদের বেশিরভাগই ছিল বিদেশী নাগরিক। কাবুল পুলিশ জানিয়েছে, আজকের হামলায় আহতদের মধ্যে রয়েছেন কমপক্ষে ৮ নারী ও ৩ শিশু। এছাড়া ইউরোপীয় মিশন ‘ইউপল’-এর ৩ সদস্য আহত হন।

সর্বশেষ আপডেটঃ ৬:৪৮ অপরাহ্ণ | মে ১৭, ২০১৫