| দুপুর ১:৩৩ - সোমবার - ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি

ঢাবি ছাত্র নির্যাতনের দায়ে ওসির ৩বছরের কারাদণ্ড

অন লাইন ডেস্ক, ১৭ মে ২০১৫, রবিবার,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল কাদেরকে নির্যাতনের মামলায় খিলগাঁও থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। থানায় এনে পিটিয়ে জখম করার অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত এ রায় দেয়। রোববার বিকালে ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলমগীর কবীর রাজ রায় ঘোষণা করেন। মামলায় জামিনে থাকলেও রায় ঘোষণার সময় অসুস্থ মর্মে সময় চেয়ে আবেদন করেন হেলাল উদ্দিন। বিচারক সময় আবেদন না মঞ্জুর করে পলাতক বিবেচনা করে এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সর্বশেষ আপডেটঃ ৬:২৪ অপরাহ্ণ | মে ১৭, ২০১৫