| সকাল ৭:৩৯ - রবিবার - ২১শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

তিন বিশ্বকাপ খেলা হাডিনের বিদায়

অনলাইন ডেস্ক,১৭ মে ২০১৫, রবিবার:

আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে একদিনের ক্রিকেট ম্যাচকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান ব্র্যাড হাডিন। তবে অজিদের হয়ে টেস্ট ক্রিকেটে নিয়মিত খেলবেন এ ডানহাতি।

এর আগে মার্চে শেষ হওয়া ঘরের মাঠের বিশ্বকাপ জযের পর রঙ্গিন পোশাকে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন হাডিন।

২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যাঙ্গারুদের হয়ে হাডিনের অভিষেক হওয়ার পর ১২৬টি ম্যাচ খেলেছেন ৩৭ বছরের এ তারকা। ২০০৮ সালে অ্যাডাম গিলক্রিস্টের অবসরের পরই দলে নিয়মিত হয়েছিলেন তিনি।

ক্রিকেট ডট কমকে দেয়া এক সাক্ষাৎকারে হাডিন বলেন, ‘ওয়ানডে ক্যারিয়ারে আমি দারুণ একটি সময় পার করেছি। সেই সঙ্গে আমি দলের হয়ে তিনটি বিশ্বকাপে অংশগ্রহন করেছি। আর আমার কাছে অবসর নেয়ার এখনই সেরা সময়।’

তিনি আরো বলেন, ‘আমার মত খুব কম ক্রিকেটারই আছে যারা ক্যারিয়ারে তৃপ্তি নিয়ে ‍অবসরে যেতে পেরেছেন। আমি ভাগ্যবান যে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ী দলে ছিলাম। আর অবসরের সময় অজিদের শীর্ষ দল হিসেবে দেখে যেতে পারছি।’

ওয়ানডে ক্রিকেটে ৩১.৫৩ গড়ে দুটি সেঞ্চুরি সহ ১৬টি হাফ সেঞ্চুরিতে ৩,১২২ রান করেছেন হাডিন। আর উইকেটের পেছনে থেকে ১৮১টি ডিসমিসাল করেছেন তিনি। যা অজিদের মধ্যে গিলক্রিস্ট (৪৭২) ও ইয়ান হিলির (২৩৩) পরেই তার স্থান।

সর্বশেষ আপডেটঃ ৪:৩৮ অপরাহ্ণ | মে ১৭, ২০১৫