| রাত ১২:৩০ - বৃহস্পতিবার - ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মাত্র দশ হাজার টাকার জন্য !

হোসেনপুর  প্রতিনিধি : মাত্র দশ হাজার টাকার বিয়ের আয়োজন করতে পারছেনা খাদিজার আক্তারের পিতা মাটি কাটার শ্রমিক ফরজুল মিয়া। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদরের পশ্চিম ধূলজুরী (জীবের গড়) গ্রামের ফরজুল মিয়ার মেয়ে খাদিজা আক্তারের বিয়ে ঠিক হয় একই উপজেলার গোবিন্দপুর গ্রামে। কন্যা দায়গ্রস’ পিতার সহায় সম্বল বলতে কিছুই নেই। মাত্র এক শতক ভিটেতে পাঁচ সদস্যের পরিবারটি একটি কুঁড়ে ঘরে বসবাস করে আসছে । মেয়ের বিয়ের আয়োজনের দশ হাজার জোগার করতে না পেরে বুক ফাটা কষ্ট নিয়ে হাউমাউ করে শুধু কান্নাই করছে মেয়ের পিতা।

সর্বশেষ আপডেটঃ ২:২৩ অপরাহ্ণ | মে ১৭, ২০১৫