| সকাল ৮:৪৩ - মঙ্গলবার - ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১০ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নালিতাবাড়ীতে ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার

জেলার নালিতাবাড়ী উপজেলায় ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার (১৬ মে) উপজেলার কাকরকান্দি বাজার থেকে এ মদ উদ্ধার করা হয়। তবে এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ী রুবেল মিয়া (৩৫) পালিয়ে যান।

মাদক ব্যবসায়ী রুবেল মিয়া ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার জলজলিয়া গ্রামের আহাদ আলীর ছেলে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিহুর রহমান  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, পলাতক রুবেলের বিরুদ্ধে মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করা হবে।

সর্বশেষ আপডেটঃ ৬:৪৪ পূর্বাহ্ণ | মে ১৭, ২০১৫