| সকাল ৬:৪৫ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাংলাদেশে ভারতের সাথে ‘অভিজ্ঞরা’ !

একটা সময় তাদের ছাড়া ভারতীয় ক্রিকেট দল কল্পনা করাও যেত না। তবে, এখন দিন পাল্টেছে। তাদের হঁটিয়ে জায়গা করে দিয়েছে নতুন প্রজন্ম। তবে, আসন্ন বাংলাদেশ সফরে, শীর্ষস্থানীয় কয়েকজন ক্রিকেটার ছুটি চাওয়ায় সুযোগ পেতে পারেন ‘তারা’।

তারা হলেন বীরেন্দ্র শেবাগ, যুবরাজ সিং, হরভজন সিং আর জহির খান। ফিটনেসের সমস্যা নেই। ফর্মটাও যুতসই চলছে। সাথে জাতীয় দলের সিনিয়র খেলোয়াড়দের গণ ছুটির আবেদন। সব মিলিয়ে বাংলাদেশ সফর এই চার তারকার ফেরা মঞ্চ হতে পারে বলেই জানিয়েছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে।

বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের কাছে অনুরোধ করেছে, যেন দ্বিতীয় সারির দল নিয়ে তারা সফরে না আসে। আসন্ন সফরে যেন বেশ কিছু তারকা ক্রিকেটারকে রাখা হয়। সিরিজ নিয়ে দর্শকদের উত্তেজনার কথা মাথায় রেখে বিসিবি থেকে এমন অনুরোধ করা হয় বলে জানায় সূত্রটি।

আগামী সাত জুন বাংলাদেশ পা রাখবে ভারত। সিরিজের একমাত্র টেস্ট শুরু হবে ১০ জুন, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তিনটিই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সর্বশেষ আপডেটঃ ১:০০ পূর্বাহ্ণ | মে ১৭, ২০১৫