| রাত ১২:০৯ - রবিবার - ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ১০ই রমজান, ১৪৪৪ হিজরি

ময়মনসিংহ সদরের শুকনি বিল থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

 

শাহ আলম উজ্জ্বল,১৬ মে ২০১৫, শনিবার,
ময়মনসিংহ সদর উপজেলার শুকনি বিল থেকে আজ শনিবার বিকালে পুলিশ অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করেছে।  ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মোহাম্মদ ফজলুল করিম জানান স্থানীয় লোকজন জানান, সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের সুহিলা গ্রামের শুকনি বিলে এক মহিলা লাশ ভাসছে খবর দেয়।

এই খবর বেতার যন্ত্রের মাধ্যমে কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক মুশফিকুর রহমানকে ওসি জানালে শনিবার সে ঘটনাস্থলে পৌছে বিল থেকে সেলোয়ার কামিজ পড়া অজ্ঞাত যুবতীর(২৫) লাশ উদ্ধার করে, পুলিশ জানায় লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে, লাশের ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  পুলিশ জানায় ধর্ষনের পর যুবতীকে হত্যা করে লাশ বিলের মাঝে রেখে দুবৃত্তরা পালিয়ে গেছে, এ ব্যাপারে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেছে।

সর্বশেষ আপডেটঃ ৯:৫৮ অপরাহ্ণ | মে ১৬, ২০১৫