| রাত ১:৩৭ - বৃহস্পতিবার - ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৩০শে শাবান, ১৪৪৪ হিজরি

কলকাতায় ফের অভিনেতার অস্বাভাবিক মৃত্যু

 অনলাইন বিনোদন  ডেস্ক,, ১৬ মে ২০১৫, শনিবার,
আবারও রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটল টালিউডে। পুকুরে ডুবে মৃত্যু হল অভিনেতা রনি চক্রবর্তীর। শুক্রবার রাতে সার্ভে পার্ক থানা এলাকার রাসমণি বাগানের পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সার্ভে পার্কেই কালীবাড়ি লেনে বাড়ি রনির। পরিবারের দাবি, বন্ধুদের সঙ্গে রাত ১ টার দিকে পুকুরে সাঁতার কাটতে গিয়েছিলেন তিনি।
বন্ধুরা জানিয়েছেন, আচমকাই জলে ডুবে যান রনি। উদ্ধার করে তাঁকে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎস করা রনিকে মৃত বলে ঘোষণা করেন। রনির বাবা ধারণা করছেন পুকুরে নামার পর হয়তো হৃদযন্ত্রে আক্রানত্ম হয়ে রনির মৃত্যু ঘটে। কারণ খুব নাকি ভালো সাঁতার জানত রনি। সেই ৩ বছর বয়সেই তার সাঁতার শেখা।
উলেস্নখ্য, অনেক টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেছেন রনি। তার অভিনীত চরিত্রগুলোও দর্শকদের কাছে অত্যনত্ম জনপ্রিয় ছিল। সমপ্রতি ‘বয়েই গেল’ ধারাবাহিকে কাজ করতেন তিনি। তার আচমকা মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টালিউডে।
এছাড়াও সমপ্রতি টেলিভিশেনর আর এক জনপ্রিয় অভিনেত্রী দিশা গঙ্গোপাধ্যায়েরও অস্বাভাবিক মৃত্যু হয়। সম্পর্কের টানাপোড়েনের জের ধরে আত্মহত্যা করেছিলেন দিশা।এফএনএস

সর্বশেষ আপডেটঃ ৯:২৭ অপরাহ্ণ | মে ১৬, ২০১৫