| দুপুর ১:২২ - মঙ্গলবার - ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

হালুয়াঘাটে শ্রমিকদের কর্মবিরতি ও প্রতিবাদ সভা

আনছারুল হক রাসেল ঃ ১৬ মে ২০১৫, শনিবার, 

আজ শনিবার গোবড়াকুড়া কয়লা ডিপো শ্রমিক সমিতির শ্রমিকরা কর্মবিরতি পালন ও প্রতিবাদ সভার আয়োজন করে । হালুয়াঘাটের কয়লা আমদানীকারক সমিতির নেতৃবৃন্দের সাথে হালুয়াঘাটের মটর মালিক সমিতির সদস্য জাফর আলী খানের চলমান দ্বন্দ্ব নিয়ে হালুয়াঘাট ঢাকা রোডে দীর্ঘদিন যান চলাচল বন্ধ থাকে । এতে উত্তেজিত জনতা বিক্ষুব্ধ হয়ে গত ২৪ এপ্রিল জাফর আলীর জেলা পরিষদ ডাক বাংলোর সামনে অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয় । এ ঘটনাকে কেন্দ্র করে জাফর আলী ময়মনসিংহ প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট আদালতে ২২ জনকে আসামী করে গত ৫ মে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করে যেখানে গোবরাকুড়া কয়লা ডিপো শ্রমিক সমিতির সভাপতি জসিম উদ্দিনের নাম অন্তভর্ূূুক্ত করা হয় । এর প্রতিবাদে ১৬ মে গোবড়াকুড়া কয়লা ডিপোতে কর্মবিরতি পালন করা হয়। এসময় ডিপোতে শত শত ভারতীয় ট্রাক আনলোডের জন্য আটকা পড়ে । বিকেলে ঐক্যবদ্ধ গোবড়াকুড়াবাসী ও কয়লা ডিপো শ্রমিক সমিতি প্রতিবাদ সভার আয়োজন করে । শ্রমিক সমিতির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শামসুল আলম মিন্টু, তাইজুল ইসলাম তাজুল, নজরুল ইসলাম ভুইয়া, অশোক সরকার অপু প্রমুখ । বক্তাগন অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার না করলে ভবিষ্যতে অরো বড় ধরনের কর্মসূচী গ্রহণ করা হবে বলে বক্তব্য প্রদান করেন ।

সর্বশেষ আপডেটঃ ৯:১২ অপরাহ্ণ | মে ১৬, ২০১৫