| সকাল ৬:২৪ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

প্রথম শেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, উত্তাল মোহাম্মদপুর

অনলাইন ডেস্ক,, ১৬ মে ২০১৫, শনিবার,

রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে জড়িতদের শাস্তির দাবিতে আজ স্কুলের সামনে মানববন্ধন করে শিক্ষার্থী ও অভিভাবকেরা। এ সময় বিদ্যালয়ের বালিকা শাখার ইংরেজি বিভাগের সহকারী প্রধান শিক্ষিকা জিন্নাতুননেছার পদত্যাগ দাবি করে দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেন তারা। উত্তেজিত অভিভাবকরা বিদ্যালয়ের জানালায় ভাঙচুর করেন। জানা গেছে, গত ৫ই মে বিদ্যালয়ের প্রথম শ্রেণির একজন ছাত্রীকে পাশের একটি নবনির্মিত ভবনের রুমে নিয়ে ভয়ভীতি দেখিয়ে শারীরিক লাঞ্ছনার চেষ্টা করা হয়। এমন অভিযোগ করে গত ৯ই মে স্কুল কর্তৃপক্ষের কাছে একটি অভিযোগ করেন ওই ছাত্রীর মা। ওই অভিযোগকে আমলে নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে স্কুল কতৃপক্ষ। আজ শনিবার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার শেষ তারিখ ছিলো। কিন্তু বিশেষ কারণে তা জমা দেয়া হয়নি বলে জানিয়েছেন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের ট্রাস্টিবোর্ডের সদস্য ড. ম তামিম। অতি সম্প্রতি পঞ্চম ও চতুর্থ শ্রেণির আরও দুই ছাত্রী এ রকম ঘটনার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সর্বশেষ আপডেটঃ ৪:৫২ অপরাহ্ণ | মে ১৬, ২০১৫