| সন্ধ্যা ৭:১৫ - শুক্রবার - ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ সফরে জহির-যুবরাজ-হরভজন-সেওয়াগ

অন লাইন ডেস্ক , ১৬ মে ২০১৫, শনিবার:

ভারতের হয়ে সর্বশেষ হরভজন সিং ৫৩, জহির খান ৩৩, বিরেন্দর সেওয়াগ ২৯ ও যুবরাজ সিং ১৮ মাস আগে ওয়ানডে খেলেছেন। এরপর নতুন প্রতিভাবান খেলোয়াড়দের ভিড়ে ওয়ানডে খেলা হয়নি তাদের। তাদের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ বলেই অনেকে ধরে নিয়েছেন। তবে ২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী এ চার খেলোয়াড়কে সসম্মানে বেদায় জানাতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আর আসন্ন বাংলাদেশ সফরে এই চার খেলোয়াড়কে দলে ফেরানোর কথা ভাবছে তারা। এতে বাংলাদেশ সফরই তাদের শেষ আন্তর্জাতিক ক্রিকেট হতে পারে। খরবটি দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’। ভারতের জাতীয় দলের নির্বাচকদের ভাবনায় এখন আর নেই এই চার তারকা খেলোয়াড়। তবে বোর্ড চাইছে, বাংলাদেশের মত অপেক্ষাকৃত সহজ সফরে চার জনকে সুযোগ দিয়ে সসম্মানে বিদায় জানাতে। তবে এখন প্রশ্ন- বোর্ডের এই প্রস্তাবে চার মূর্তি রাজি হন কি না। আইপিএল শেষ হলেই ভারত ক্রিকেট দল বাংলাদেশ সফর করবে। আর এই সফরে কাদের পাঠানো হবে তা নিয়ে জল্পনা চলছে। প্রথমে ঠিক ছিল ধোনি, কোহলিদের বিশ্রাম দিয়ে সুরেশ রায়নার নেতৃত্বে দল পাঠানো হবে। ধোনি, কোহলিরা এই সফরে বিশ্রাম চাইছিলেন। পরে স্পন্সরদের চাপে বোর্ড ঠিক করে দু’ একজনকে বিশ্রাম দিয়ে পূর্ণশক্তির দলই পাঠানো হবে। সেক্ষেত্রে হয়তো শুধু বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হবে। অনেকেই আবার মনে করছেন, অপেক্ষাকৃত দুর্বল বাংলাদেশের বিপক্ষে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে দেখে পরখ করে নিবে ভার। গতবছর বাংলাদেশ সফরে দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল ভারত। আগামী সপ্তাহে বাংলাদেশ সফরের জন্য ভারতীয় দল বাছাই হতে পারে। বিসিসিআই সূত্রে জানা গেছে, ১৯ অথবা ২০ মে দল নির্বাচন হতে পারে। যদিও বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়ার ইচ্ছা, ২৪ মে আইপিএল ফাইনালের পর দল বাছাই করা।

সর্বশেষ আপডেটঃ ৪:১৮ অপরাহ্ণ | মে ১৬, ২০১৫