| রাত ৮:১০ - বুধবার - ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে ফ্যাশন ডিজাইনার টিম গঠিত

 

স্টাফ রিপোর্টার ঃ  আজ শুক্রবার (১৫ মে) বিকালে ময়মনসিংহ মহিলা টিচার্স ট্রেনিং কলেজ চত্বরে বকুলতলা মঞ্চে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে গঠিত হলো ময়মনসিংহ ফ্যাশন ডিজাইনার টিম। এই টিম গঠনে নেতৃত্ব দেন ফ্যাশন ডিজাইনার সৈয়দা সেলিমা আজাদ। বাংলাদেশ ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ জন মহিলাকে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ফ্যাশন ডিজাইনার প্রশিক্ষণ দেয়ার পর এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে হস-শিল্পের পণ্যের নতুন মাত্রা আনাই হবে এই টিমের লক্ষ্য। তাদেরই উদ্যোগে আসন্ন ঈদে হস-শিল্পের পণ্য আরও আকর্ষনীয় হয়ে বাজারে আসবে। সৈয়দা সেলিমা আজাদ জানান, প্রাথমিক ভাবে নন অফিসিয়ালি এই টিম গঠন করা হলেও পরে শীঘ্রই তারা তাদের তৈরী ডিজাইনসহ জেলা প্রশাসক, পৌর মেয়র এবং যথাযথ কর্তৃপক্ষকে অবগত করনসহ অন্যান্য সহযোগিতার জন্য যাবেন। ফ্যাশন ডিজাইনার দলের প্রাথমিক সদস্যগণের তালিকা হলো সৈয়দা সেলিমা আহাদ, সৈয়দা মুনিরা থানাদার, মুসলিমা আক্তার মর্জিনা, মাজেদা আক্তার মাজু, তানিয়া খন্দকার, উম্মে সালমা, নাহিদা হাফিজ রুনা, ফাহিমা জামান, শাহানাজ আক্তার, জান্নাতুল মাওয়া রিতা, আসমা খাতুন, রওনক জাহান।

সর্বশেষ আপডেটঃ ১০:২৮ অপরাহ্ণ | মে ১৫, ২০১৫