| রাত ১২:২১ - মঙ্গলবার - ২৬শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই রমজান, ১৪৪৫ হিজরি

কোয়ালিটি কন্টোল এন্ড কোয়ালিটি এসোরেন্স অফ মেডিসিন প্যান্টস ইউস্‌ড ইন আয়ুর্বেদিক মেডিসিন শীর্ষক সেমিনার

 সিরাজুল হক সরকার ঃ বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (বি.এ.এম.এম.এ) ও মেডিসিনাল প্যান্টস এন্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (এম.পি.এইচ.পি.বি.পি.সি) বাণিজ্য মন্ত্রনালয় এর যৌথ উদ্যোগে কোয়ালিটি কন্টোল এন্ড কোয়ালিটি এসোরেন্স অফ মেডিসিন প্যান্টস ইউস্‌ড ইন আয়ুর্বেদিক মেডিসিন শীর্ষক সেমিনার আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্বিবিদ্যালয় হটিকালচার জার্মপস্নাজম সেন্টারে অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সভাপতি ও সাবেক মন্ত্রী এ এফ এম ফকরম্নল ইসলাম মুন্সী। বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক সমীর কান্তি শিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ এ্যাগ্রোনমি প্রফেসর ড. মোঃ সুলতান উদ্দিন ভুঁইয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি বিশ্ববিদ্যালয়ের হটিকালচার জার্মপ্লাজম সেন্টারের পরিচালক প্রফেসর এম.এ রহিম, কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোঃ হাবিবুর রহমান, কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোক্তার হোসেন। সেমিনারে মুল প্রবন্ধ পাঠ করেন কৃষি বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা মোখলেছুর রহমান। দিনব্যাপী সেমিনারে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ নুর মোহাম্মদ আকন্দ, ময়মনসিংহ আয়ুর্বেদিক কলেজের অধ্যক্ষ কৃঞ্চ কানিত্ম রায়, ঢাকা আয়ুর্বেদিক কলেজের অধ্যক্ষ ডা. মোঃ মারুফ মিয়া, ময়মনসিংহ আয়ুর্বেদিক কলেজের সাবেক অধ্যক্ষ আশীষ কুমার রায়, ময়মনসিংহ আয়ুর্বেদিক কলেজের সাবেক অধ্যাপক এসি গোসাল প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ১০:১৮ অপরাহ্ণ | মে ১৫, ২০১৫