| ভোর ৫:৫৪ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বজ্রপাতে নিহত ৪, আহত ৯

অনলাইন ডেস্ক,, ১৫ মে ২০১৫, শুক্রবার,
শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামে বজ্রপাতে দুই জন মারা গেছেন। একই ঘটনায় আরও ৬ জন গুরম্নতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থানার নাওরী গ্রামের আইয়ুব আলী ফকিরের ছেলে সাহাবুদ্দিন মিয়া (৪০) এবং গাজীপুরের শ্রীপুর বেলদিয়া গ্রামের আবদুল মতিনের ছেলে নওশাদ হোসেন (৭৫)। শ্রীপুর থানার ওসি আ. মোতালিব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৮ ব্যক্তি মাঠে কাজ করার ঝড়-বৃষ্টি শুরম্ন হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস’লে এবং একজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। বাকিরবর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রপাতে আরিফ হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আরও দুইজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় উপজেলার লাউহাটি উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। আরিফের বাড়ি উপজেলার উত্তর পাড়া গ্রামে। আহতরা হলেন- একই গ্রামের আলী হোসেন (৫৫) ও রাব্বি (১৬)।
স’ানীয়রা জানান, বিকেলে ধান কাটতে যান তারা তিনজন। এ সময় গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস’লেই আরিফের মৃত্যু হয়। আহত হন আলী হোসেন ও রাব্বি। পরে স’ানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলার স্বাস’্য কমপেস্নক্সে ও পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঝিনাইদহ: শৈলকুপায় বজ্রপাতে ইনত্মাজ আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার আবাইপুর ইউনিয়নের কুমিরাদহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইনত্মাজ আলী ওই গ্রামের মৃত মোজাহার শেখের ছেলে। এলাকাবাসী জানান, শুক্রবার বিকেলে মাঠে নিজের জমির ধান কাটছিলেন ইনত্মাজ আলী। হঠাৎ ঝড়ো হাওয়া বইতে শুরম্ন করলে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস’লেই মারা যান তিনি।
হাটফাজিলপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জামিরম্নল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এফএনএস:

সর্বশেষ আপডেটঃ ৯:১১ অপরাহ্ণ | মে ১৫, ২০১৫