| দুপুর ১২:০৪ - সোমবার - ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি

পদ্মা সেতুর কাজ ২০১৮ সালের মধ্যেই শেষ হবে : ওবায়দুল কাদের

মুন্সীগঞ্জ, ১৫ মে, ২০১৫ (বাসস) : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০১৮ সালের মধ্যেই পদ্মা সেতুর কাজ শেষ হবে। ওই বছরই সেতু জনগণের জন্য খুলে দেয়া হবে।
তিনি বলেন, ডলারের মূল্য উঠা-নামা, নদীর তীর রক্ষা বাঁধ এবং ফেরিঘাটের সংযোগ সড়ক নির্মাণের কারণে ব্যয় কিছ বৃদ্ধি পেয়েছে। তবে ব্যয় বাড়লেও পদ্মা সেতুর কাজ নির্ধারিত সময়েই শেষ হবে।
শুক্রবার সকালে মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে। কাজের অগ্রগতি নির্ধারিত সময়ের সঙ্গে পাল্লা দিয়েই চলছে। এক দিনও পিছিয়ে নেই।
এ সময় মন্ত্রীর সঙ্গে স্থানীয় প্রশাসনসহ আরো উপস্থিত ছিলেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (পুনর্বাসন) মো. তোফাজ্জল হোসেন এবং সিনো হাইড্রো কর্পোরেশন ও চায়না মেজর ব্রিজ কনসাল্টট্যান্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।
পরিদর্শনকালে মন্ত্রী পদ্মা সেতুর কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন।

সর্বশেষ আপডেটঃ ৮:০৪ অপরাহ্ণ | মে ১৫, ২০১৫