| সকাল ৭:০৯ - সোমবার - ২২শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১২ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বুরুন্ডিতে অভ্যুত্থানে জড়িত তিন জেনারেল গ্রেফতার, দেশে ফিরলেন প্রেসিডেন্ট

জুমবুরা (বুরুন্ডি), ১৫ মে ২০১৫ (বাসস) : বুরুন্ডির প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্যর্থ সামরিক অভ্যুত্থান ঘটানো দলত্যাগী তিনজন জেনারেলকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়।
প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, তবে অভ্যুত্থানের হোতা জেনারেল গোডফ্রয়েড নিয়মবেয়ার এখনো ‘পলাতক’ রয়েছেন।
জেনারেল নিয়মবেয়ার বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমি আশা করছি তারা আমাদের হত্যা করবে না।’ উল্লেখ্য, তিনি বুধবার অভ্যুত্থান প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হন।
এদিকে বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে নকুরুনজিজা দেশে ফিরেছেন বলে জানিয়েছেন। তার মুখপাত্র বলেন, আগের পরিকল্পনা অনুযায়ী নির্বাচন হবে।
এদিকে টুইটার বার্তায় বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরি নকুরুনজিজা বলেন, তিনি দেশে ফিরছেন। তার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের সময় তিনি তাঞ্জানিয়ায় ছিলেন। তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেয়ায় দেশে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এ অভ্যুত্থান ঘটানো হয়।
বৃহস্পতিবার অভ্যুত্থান ঘটনাকে কেন্দ্র করে রাজধানী বুজুমবুরাতে সংঘর্ষে পাঁচ সৈন্য নিহত হয়।
জেনারেল নিয়ামবেয়ার এএফপিকে বলেন, ‘আমরা আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরো জানান, প্রেসিডেন্টের অনুগত সৈন্যরা তার দিকে এগিয়ে আসছে।’
দলত্যাগ করা অপর জেনারেল সিরিল নদিরুকি এর আগে স্বীকার করেন যে, প্রেসিডেন্টকে উৎখাতে তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছেন।

সর্বশেষ আপডেটঃ ৭:২৮ অপরাহ্ণ | মে ১৫, ২০১৫