| রাত ২:২১ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

তিন মেয়েকে গলাকেটে হত্যা করল বাবা

অনলাইন ডেস্ক,, ১৫ মে ২০১৫, শুক্রবার,

পারিবারিক কলহের জেরে কক্সবাজারের চকরিয়া উপজেলায় তিন মেয়েকে গলাকেটে হত্যা করেছে তাদের বাবা। বৃহস্পতিবার গভীর রাতে চকরিয়ার বদরখালী ইউনিয়নের পূর্ব পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তিন শিশু হলো, শারাবন তহুরা (দেড় বছর), নূরী জান্নাত শিউলী (৮) ও আয়েশা সিদ্দিকা (১০)। ঘটনার পর থেকে তাদের বাবা আব্দুল গণি (৩৮) পলাতক। তিনি পেশায় একজন দিনমজুর বলে জানান চকরিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। শিশুদের মা ফাতেমা বেগম জানান, হত্যার পর স্বামী আব্দুল গনি তার (ফাতেমা) ভাই আজগর আলীকে ফোন করেন। ফাতেমাকে বাড়িতে গিয়ে সন্তানদের দেখে যেতে বলেন। পরে তারা বাড়িতে গিয়ে সন্তানদের লাশ  দেখতে পান। পুলিশ জানায়, ফাতেমা বেগমের (৩৫) সঙ্গে গণির প্রায়ই ঝগড়া লেগে থাকত। এ নিয়ে বৃহস্পতিবার রাতে স্থানীয় ইউপি সদস্যের বাড়িতে সালিশ বৈঠক বসে। সালিশের শেষ দিকে সবার সামনেই গণি তার স্ত্রীকে পেটানোর হুমকি দেন। পরিস্থিতি দেখে ইউপি সদস্য রাতে ফাতেমাকে ওই এলাকায় তার নানার বাড়িতে গিয়ে থাকার পরামর্শ দেন। এরপর ফাতেমা তার নানার বাড়িতে চলে যান। তবে তার তিন মেয়ে বাবার কাছেই ছিল। এরপর ফাতেমার ভাই আজগর আলী রাত সাড়ে ৩টার দিকে আব্দুল গণির ফোন পান।

সর্বশেষ আপডেটঃ ৬:৩১ অপরাহ্ণ | মে ১৫, ২০১৫