| সকাল ১১:৫৬ - রবিবার - ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ - ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ - ৩রা রমজান, ১৪৪৪ হিজরি

করিমগঞ্জে ৩৮ রাউন্ড গুলিসহ রিভলবার উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি, 

কিশোরগঞ্জের করিমগঞ্জে ৩৮ রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টায় উপজেলার উত্তর রৌহা গ্রামের রবিকুল ইসলাম রবি (২৫)-র বাড়ি থেকে এই আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এএসপি আব্দুল কাদেরের নেতৃত্বে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ওই বাড়িতে অভিযান চালায়। রবিকুল ইসলাম রবি গ্রামের মৃত আমীর আলীর পুত্র ও একাধিক মামলার পলাতক আসামি বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব জানায়, অভিযানের পূর্ব মুহুর্তে টের পেয়ে রবি পালিয়ে যায়। এ সময় সন্ত্রাসী রকিবুল ইসলাম রবির ঘরের খাটের এক কোনায় রাখা গুলিসহ রিভলবারটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৩৮ রাউন্ড গুলিসহ রিভলবারটি করিমগঞ্জ থানায় জমা দিয়ে র‌্যাবের এসআই বাবুল বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছেন।

সর্বশেষ আপডেটঃ ৫:০২ অপরাহ্ণ | মে ১৫, ২০১৫