| রাত ৪:৩১ - মঙ্গলবার - ২৬শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই রমজান, ১৪৪৫ হিজরি

ভিসি নিয়োগ ও বেতন-ভাতার দাবিতে বাকৃবির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ

শাহ আলম উজ্জ্বল,
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য নিয়োগ এবং বেতন ভাতার দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ এবং বেতন ভাতার দাবিতে কর্মকর্তারা কর্মবিরতি এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা ক্যাম্পাসের আমতলায় আজ বৃহস্পতিবার সকালে বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে বক্তারা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য না থাকায় বেতন ভাতা এখনও আমরা পায়নি,যার কারনে আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। অবিলম্বে উপাচার্য নিয়োগ করে বেতন-ভাতা পরিশোধ করার জন্য সরকারের প্রতি জোরদাবি জানিয়েছেন।

অনৈতিক কর্মকান্ড ও দূর্নীতির অভিযোগে এবং শিক্ষকদের আন্দোলনের মূখে গত ৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.রফিকুল হক পদত্যাগ করেন। এরপর থেকে এখন পর্যন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ না দেয়ায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা- কর্মচারীদের বেতন ভাত প্রদানসহ প্রশাসনিক বিভিন্ন কর্মকান্ডে অচলাবস্থা দেখা দিয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৮:১২ অপরাহ্ণ | মে ১৪, ২০১৫