| রাত ৩:০১ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

তারাকান্দায় মহাসড়কের ওপর ধান মহাল যানজট, যাত্রীদের ভোগানি-

 

রফিক বিশ্বাসঃ ঢাকা-শেরপুর-ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কের তারাকান্দা উপজেলা সদরের তারাকান্দা বাজারের ধান মহালে ট্রাক, লড়ি, হ্যান্ড ট্রলি, ঠেলা ও ভ্যান যোগে ধানের বস্তা উঠানামা করায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। ফলে দু’পাশে যাত্রীবাহি বাস, ট্রাক আটকা পড়ে যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। শনি ও বুধবার তারাকান্দা হাটের দিন যানজট তীব্র আকার ধারণ করে। এ ছাড়া সপ্তাহের প্রতিদিন মহাসড়কের ওপর গ্রামাঞ্চল থেকে ট্রাক, লড়ি, হ্যান্ড ট্রলি, ঠেলা ও ভ্যান যোগে আনা ধানের বস্তা পিল করে রাখা ও দু’ধারে এলোপাথারী যানবান দাড়িয়ে থাকার ফলে যানজট তীব্র আকার ধারণ করে। ফলে পথচারীসহ যানবাহন ঘন্টার পর ঘন্টা আটকা পড়ে থাকে।

সর্বশেষ আপডেটঃ ৭:০২ অপরাহ্ণ | মে ১৪, ২০১৫