বাজিতপুরে বকুল হত্যাকান্ড গ্রেফতার আতঙ্কে পুরুষ শূন্য গ্রাম
বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা ঃ
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নের রাহেলা উত্তরপাড়া গ্রামে গত ০৭ দিন আগে ছেনু মিয়া ও হাসান আলী গ্রম্নপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাসান আলী গ্রম্নপের লোকজনের অস্ত্রের আঘাতে বকুল মিয়া (৪৮) খুন হয়। পুলিশ এই খুনের ঘটনায় প্রতিদিন রাতে অভিযান চালানোর ফলে গ্রামের নিরীহ মানুষ পুলিশের ভয়ে পুরুষশূন্য হয়ে পড়েছে। এছাড়া, পুলিশ এ পর্যনত্ম কাউকে গ্রেফতার করতে পারেনি। এলাকাবাসী সূত্রে জানা গেছে গত ০২ মাস আগে কৈলাগে এক ব্যক্তি খুন হয়। বকুল মিয়া খুনের ঘটনায় নিহতের বড় ভাই আব্দুল আওয়াল বাদী হয়ে হাসান আলীসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫/৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এদিকে পৌর শহরের বসন্তপুর, আলিয়াবাদ, পাগলারচরসহ শহরের বিভিন্ন গ্রামে প্রতিদিন বিভিন্ন বাড়ীতে চুরি-ডাকাতির ঘটনা্ ঘটছে। কিন্তু পুলিশ চোর-ডাকাতের সঙ্গে আতাত করে এসব অপকর্ম ঘটাচ্ছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। এ প্রসঙ্গে বাজিতপুর থানার ইনচার্জ সুব্রত কুমার সাহা জানান, পুলিশ ও জনগণ একত্রিত হয়ে চুরি ও ডাকাতি দমন করা সম্ভব বলে উলেস্নখ করেন।