| সকাল ৭:৩১ - শুক্রবার - ৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২২শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২রা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিচারের মুখোমুখি হবে থাইল্যান্ডে আটক বাংলাদেশি ও রোহিঙ্গারা

অন লাইন ডেস্ক | ১৪ মে ২০১৫, বৃহস্পতিবার:

থাইল্যান্ডে আটক দুই শতাধিক বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) থাই পুলিশের এক বিবৃতির বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
দেশটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদেরকে বিচার করা হবে বলে বিবৃতিতে জানায় পুলিশ।
এর আগে, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় এক জঙ্গলে ‘গণকবরের’ সন্ধান পাওয়ার পর দেশটিতে মানব পাচার বিরোধী অভিযান শুরু করে পুলিশ। এরই প্রেক্ষিতে গত প্রায় ১৫ দিনে আড়াই শতাধিক বাংলাদেশি ও মায়ানমারের রোহিঙ্গা আটক হয়েছে বলে জানা গেছে।
থাইল্যান্ড পুলিশের উপপ্রধান আয়েক আংসানানন্ট জানান, পুলিশ এরই মধ্যে একশ’ ৮৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এবার এসব মামলার আইনি প্রক্রিয়া শুরু হবে।
আটক বাকি ৬৩ জনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, তা পুলিশ ও উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি কমিটি খতিয়ে দেখছে বলেও এসময় জানান তিনি।

সর্বশেষ আপডেটঃ ৪:২৫ অপরাহ্ণ | মে ১৪, ২০১৫